সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি নামে নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সভা শেষে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েসকে আহ্বায়ক ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি রহমান মুজিব, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।
বিলুপ্ত প্রায় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ এবং প্রয়োজনীয় রক্ষনাবেক্ষনের মাধ্যমে সোনারগাঁয়ের গৌরবোজ্জল ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক মোয়াজ্জেনুল হক, কবি শংকর প্রকাশ, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন, সংগঠক রোকেয়া আক্তার মোল্লা, তারেক মাহমুদ, শামীমা নাসরিন, খাদিজা আক্তার, লতা মাহমুদ, মো. রাশেদ, সাংবাদিক সালাহউদ্দিন ও আব্দুস সাত্তার প্রমূখ।