নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪

বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ চাই 

 নারায়ণগঞ্জে মাধ্যমিক শিক্ষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৭, ৬ ডিসেম্বর ২০২৪

 নারায়ণগঞ্জে মাধ্যমিক শিক্ষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

“বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ চাই” শ্লোগানে মাধ্যমিক শিক্ষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ, নারায়ণগঞ্জ এর আয়োজনে নারায়ণগঞ্জ মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মাওঃ মো. সাব্বির হোসেন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার- প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মাওলানা আবদুল জব্বার বলেন শিক্ষক সমাজকে যৌগ্যতা ও  দক্ষতা আর্দশবান এবং সত যৌগ্য নাগরিক তৈরির ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর ফলে আমাদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে আমাদের অধিকার নিশ্চিতের জন্য আর আন্দোলন সংগ্রাম করতে হবেনা।

প্রধান বক্তা বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ মনজুরুল হক- প্রস্তাবিত মহানগর কমিটি উপস্থাপন করেন। 

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওমর ফারুক- সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী এবং অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম- কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ।

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ সহ-সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ,নারায়ণগঞ্জ মহানগরী সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন এর পরিচালনায় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা রবিন- প্রধান শিক্ষক, তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়, মোঃ হেমায়েদ উদ্দিন- সিনিয়র শিক্ষক শেখ মুর্তজা আলী উচ্চ বিদ্যালয়, মাইনুদ্দিন আহম্মেদ- সহকারী প্রধান শিক্ষক, আদর্শ স্কুল, নারায়ণগঞ্জমোঃ আব্দুল ওহাব- অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ,ফরিদউদ্দিন আহম্মদ- সিনিয়র শিক্ষক, আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ মোঃ নূরুল ইসলাম- সেক্রেটারী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নারায়ণগঞ্জ, মহানগরী।

এছাড়াও উক্ত সম্মেলনে ইসলামী সংগীত এবং হামদ/নাত উপস্থাপন করেন নারায়ণগঞ্জ শিহরণ সাংস্কৃতিক সংসদ।
 

সম্পর্কিত বিষয়: