নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে গত ২৯ অক্টোবর স্থানীয় একদল ফটোসাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আগতদের হাতাহাতির মত ঘটনা ঘটে।
এ নিয়ে দু’পক্ষেই মামলা দায়ের করে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সামাজিক সমঝোতার মাধ্যমে আপোষ মীমাংসা হয়। একইসঙ্গে উভয় পক্ষ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেনের চেম্বারে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর লক্ষ্যে আপোষ মীমাংসার একটি আপোষনামা ও মামলা প্রত্যাহারে উভয় পক্ষ স্বাক্ষর করে।
এরমধ্যে দিয়ে উভয়পক্ষ আগামী দিনগুলোতে কেউ কারো বিরুদ্ধে কোনো প্রকার অশালীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অপ্রীতিকর ঘটনার সমাপ্তি টানেন। পরে আপোষ মিমাংশার কপি জেলা পুরিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে দেয়া হয়। এসময় পুলিশ সুপার বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দুটি মামলার ফাইনাল রিপোর্ট আমরা আদালতে দাখিল করবো।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল,কার্যকরী সদস্য কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, ক্লাবের ম্যানেজার মো: মাসুম বিল্লাহ, মাসুদ রানা রনি, রাশেদুল ইসলাম, মো: জাহাঙ্গীর, মো: কাইয়ুম, মো: রফিকুল্লাহ রিপন, মো: শহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মো: মশিউর, মো: জাহিদ হোসেন, মেহেদী হাসান, লিমন দেওয়ান, ইমরান আহমেদ, নাজমুল ও কমল প্রমুখ উপস্থিত থেকে আপোষনামা স্বাক্ষর করেন।
প্রসঙ্গত: উভয়ের মধ্যে সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।