মাঠ পর্যায়ে মিডিয়া কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগরী হিউম্যান রিসোর্স এর উদ্যােগে ৯ নভেম্বর শনিবার শহরের ক্লাব মার্কেট মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের প্রথম সেশনে দি নিউ নেশন পত্রিকার বিজনেস বিভাগের ইনচার্জ প্রশিক্ষক আনোয়ার গাজীর প্রাণবন্তকর ট্রেইনাপের মাধ্যমে বাঙলা ভাষা ও অভিধানের উপর গুরুত্ব তুলে ধরে সাংবাদিকতার মুল কী পয়েন্ট গুলো সকলকে হাতে কলমে শেখান।
দিত্বীয় সেশনে প্রশিক্ষক মামুন উদ্দিনের হাতেখড়ি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার কৌশল ও রিপোর্ট কিভাবে লিখতে হয় তা নিয়ে বিস্তর ভাবে হাতে কলমে তুলে ধরেন।
হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যেশে ভার্চুয়ালে বলেন একদিনের প্রশিক্ষণে ধারনা তৈরি করেন, আপনাদের উৎসাহ উদ্দীপননা আরো বেগবান করেন অচিরেই আরো উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মানব সম্পদ বিভাগের সেক্রেটারি মো জাকির হোসাইন , মহানগর প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আবদুল মোমিন প্রমূখ।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যেশে মানব সম্পদ বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন সাংবাদিক হচ্ছে সমাজের আয়না, এবং এটি একটি মহান পেশা, একটি রাষ্ট্র তখন ই ভূলুণ্ঠিত হয় যখন রাষ্ট্রের গণমাধ্যম কর্মীরা বিক্রি হয়ে হয়ে যায়। তাই আসুন আমাদের ইতিবাচক লিখনির মাধ্যমে দেশ ও সমাজের উন্নায়নে অংশীদারত্ব হই।