বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে বন্দর জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সান্ড্রা ম্যাকারসী হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরমান শাহজাদা ও খন্দকার রিপনের সঞ্চালনায় ও ফজলুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম জামাল উদ্দিন।
এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ ও ফিরোজ আলম।
সম্মেলনে নেতৃবৃন্দ শিক্ষকদের শূন্য পদে বদলি ,পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেন।
পরে মো. মনিরুল ইসলামকে সভাপতি ও আরমান শাহজাদাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, কে,এম শামীম, আব্দুস সাকুর, সহ-সভাপতি আবদুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এলিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।