
সনমান্দী জনকল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বৃক্ষরোপন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
শুক্রবার (১১) অক্টোবর দুপুরে অলিপুরা বাজার থেকে সনমান্দী আমিন মার্কেট রাস্তায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনোজ ও ঔষুধী বৃক্ষ রোপন করা হয়।
সনমান্দী জনকল্যাণ সংস্থার উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সনমান্দী জনকল্যাণ সংস্থার আইটি ও মিডিয়া সমন্বয়ক মীমরাজ হোসেন রাহুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ্,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার প্রমুখ।
এ সময় খাইরুল ইসলাম সজীব বলেন, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিটি উদ্যোগকে স্বাগত জানাই। সোনারগাঁয়ের প্রতিটি মানুষ জানে সনমান্দী জনকল্যাণ সংস্থা ভালোকাজের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে।
প্রকৃতি ও পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বৃক্ষরোপণ সহায়ক ভূমিকা পালন করবে এবং দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাই সনমান্দী জনকল্যাণ সংস্থার মতোই হাত বাড়িয়ে দেবে।