নারায়ণগঞ্জ শহরের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতি নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উকিলপাড়া ও নয়ামাটি পূজা মন্ডপে পরিদর্শনে যান বাংলাদেশ হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু, সাবেক পরিচালক ও বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, উকিলপাড়া পূজা মন্ডপ কমিটির সভাপতি হারাধন সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র সাহা, হোসিয়ারি সমিতির পরিচালক নাসিক শেখ, আব্দুল হালিম শেখ, হাজি মনির, আব্দুর হাই, দুলাল মল্লিক, মিজানুর রহমান, বৈদ্যনাথ, শুশান্ত পাল চৌধুরী ও আতাউর রহমান প্রমুখ।
এসময় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি বদিজ্জউজ্জামান বদু বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতির রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব চলাকালে প্রতিটি পূজামণ্ডপে সকলে সুরক্ষা বিধানে সহযোগিতা করছে।
সকল বাধা উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দেয়া হবে। মন্ডপে আগত সকলকে নিরাপত্তা যে কোনো মূল্যে নিশ্চিত করা হয়েছে। পূজামণ্ডপের সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সরকার।