লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার ৮ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিনামূল্যে চার'শ মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। কর্মসূচীর মধ্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিথ ছিলেন, রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার( পিজিজি অনার ডে) লায়ন সাইদুল্লাহ হৃদয়, রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার( কর্ডিনেটর নারায়নগঞ্জ) লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন আআদালতশরাফল আলম সিরাজী রাসেল, সেক্রেটারী লায়ন মোঃ আলাল উদ্দিন এম জে এফ, লায়ন এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, লায়ন এ্যাডভোকেট বদিউজ্জামান, লায়ন রাকিব উল হাসান সহ লিও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।