সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল সাইনবোর্ড শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিলটি সানারপাড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে সাইনবোর্ড গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভা শেষে নেতৃবৃন্দ বিভিন্ন বাস কাউন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে কাউকে চাঁদা না দেয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল সাইনবোর্ড শাখার আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব শরীফ হোসেন, ৩নং ওর্য়াড শ্রমিকদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক কাজী শাকিল, জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল সাইনবোর্ড শাখার সদস্য সচিব সুজন মিয়া, যুগ্ম-সাধারণ ইমরান হোসেন,সদস্য আসলাম, আমির হোসেন, মোস্তফা, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আলমগীর ও ২নং ওর্য়াড শ্রমিকদলের আহ্বায়ক আমজাদ হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে।
তাই নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিরোধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবার প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।