
অ্যান্টিক ফটোগ্রাফির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন নুনের টেক, মায়াদ্বীপে ফটোগ্রাফি কার্য্যক্রম ও ভ্রমণ আয়োজন করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপি এ ভ্রমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত ফটোগ্রাফি প্রতিষ্ঠান বিপিআই এর প্রাক্তন অধ্যক্ষ সুনামধন্য সিনিয়র আলোকচিত্র শিল্পী আব্দুল মালেক বাবুল এফবিপিএস (সম্মান), সুনাম ধন্য সিনিয়র ফটোসাংবাদিক বিপিএস এর সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ, বিক্ষাত চিত্র শিল্পী আবুল খায়ের, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের, সভাপতি আরিফ আলম দিপু, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, প্রেসক্লাবের স্থায়ী সদস্য আনোয়ার হাসান, প্রণব কৃষ্ণ রায়, নারায়ণগঞ্জ ফটোগ্রফিক সোসাইটির আহব¦ায়ক জামিরুল হক নিপু, যুগ্ম আহব্বায়ক মো.তুহীন, বাতায়নের সভাপতি সাইফউদ্দিন মানিক, কেএইচ মিলন, করিম রেজা, জসিম উদ্দিন, আলমগীর হোসেন, সৌরভ ভূইয়া, বাদল মিয়া, আনোয়ার হোসেন, লঞ্চন সাহা সহ অনেকে। এ অনূষ্ঠানের সার্ভিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যান্টিক এর পরিচালক প্রণব কৃষ্ণ রায়, কবি সায়েদ কায়েস, মো.রাসেল।
সকাল আটটায় নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে সকলেই যাত্রা শুরু করে বৈদ্দের বাজার ঘাটে গিয়ে নাস্তা শেষে নৌকা যোগে মায়া দ্বীপে। সেখানে পৌছানোর সাথে সাথে দ্বীপের অধিবাসীরা তাদেরকে শুভেচ্ছা জানায়। কিছুটা সময় মতবিনিময়ের পর আলোকচিত্রীরা ছবি তুলতে বেরিয়ে পড়েন। তবে অতিরিক্ত তাপদাহের কারণে শিল্পীরা বেশীদূর যেতে পারেনি, এমনকি মনের মাধুরী দিয়ে ছবি তুলতে না পেরে মেঘনা নদীর পাড়ে গাছের ছায়ায় আশ্রয় নেয়, সেখানেও গরমে অবস্থান করা কষ্টকর ছিল। এক সময় একজন একজন করে সকলেই নদীর পানিতে গোছল করতে শুরু করে। কেউ কেউ ২-৩ ঘন্টা পানিতে নেমে নিজেকে শীতল করে নেয়। তারপর দুপুরে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় শুরু হয় মধ্যাহ্ন ভোজ। অতিরিক্ত গরমে কষ্ট পেলেও মেঘনার পানিতে গোসল ও নানান ভর্তা সহ মাছ ভাতের ব্যবস্থা সকলকে মুগ্ধ করে।