প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্ব ও লায়ন কুতুব উদ্দিন আকসিকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন লায়ন নেতৃবৃন্দরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বাধঁন কমিউনিটি সেন্টারে লায়ন ক্লাব অব নারায়ণগঞ্জ এর আয়োজনে লায়ন কুতুব উদ্দিন আকসির স্মরনে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় লায়ন নেতৃবৃন্দরা বলেন, দেশ বরেন্য ক্রীড়া ব্যাক্তিত্ব পৃষ্ঠপোষক ও লায়নিজমে মানবিক একজন মানুষ ছিলেন কুতুব উদ্দিন আকসির। নারায়ণগঞ্জ সহ দেশের মানুষ গুনীজন কুতুব উদ্দিন আকসিরকে দীর্ঘদিন শ্রদ্ধা ভরে স্মরন করবেন। এসময় অনুষ্ঠানে স্মৃতিচারন অনুষ্ঠান লায়ন এমরান ফারুক মইন রানা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন ক্লাব ৩১৫/ এ ২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা, দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু।
এসময় কুতুব উদ্দিন আকসির এর সহধর্মিণী লায়ন আনজুমান আরা আকসির, ছেলে লায়ন আরাফাত আহম্মেদ রাজিব, ছেলের স্ত্রী জেসমিম আজিজা আলো শোকাত্মচিত্তে কুতুব উদ্দিন আকসিরকে স্মরন করে তার স্মৃতিচারন করেছেন।
এসময় স্মৃতিচারন বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী গভর্ণর লায়ন বশির উল্লাহ, সাবেক গভর্নর লায়ন আব্দুল ওহাব, সাবেক গভর্নর লায়ন শওকত আলী, লায়ন নাসির উদ্দিন মন্টু, লায়ন কাশেম জামাল, লায়ন হায়দার আলী বাবলু, লায়ন এ্যাডঃ জাকির হেসেন, লায়ন সাইদুল্লাহ হৃদয় সহ লায়ন জেলার নেতৃন্দ। এসময় নারায়ণগঞ্জর লায়ন ১০ টি ক্লাবের নেতৃবৃন্দ।
স্মৃতিচারন শেষে লায়ন সায়েদুল ইসলাম শাকিল বিশেষ দোয়া পরিচালনা করে প্রয়াত কুতুব উদ্দিন আকসির এর আত্মার মাগফেরাত কামনা করা হয়।