আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক ও তল্লাশিকারক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক ও তল্লাশি কারক কল্যাণ সমিতির ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মাশুকুল ইসলাম রাজিব।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র - জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক ও তল্লাশি কারক কল্যাণ সমিতি নেতা তপন ভূঁইয়া তপু'র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ- সভাপতি সামাউল ইসলাম স্বর্ণার সঞ্চালনায় এবং রাজু মৃধা, শাওন, লিটন , রাসেল, সিমরান, আজমেরী'র সার্বিক তত্ত্বাবধানে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জেলা শাহ আলম ভূঁইয়া, আঃ জব্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মো. নাজমুল, লুৎফর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি শাহাজাদা আলম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল, মো. শোভন, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি মোহসিন হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাগফুর ইসলাম পাপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, রায়হান হক, সদস্য রুবেল কিবরিয়া, ছাত্রদল নেতা সিফাত, মোহন, সবুজ, রুবেল, রাসেল, হাসান, বাপ্পী, রিফাত, মামুন, সুজনসহ নেতৃবৃন্দ।