নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকায় সোনারগাঁয়ের কাঁচপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন সাংবাদিক সংগঠন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। বুধবার (৭ আগষ্ট) সকাল থেকেই সাংবাদিকরা যানজটন নিরসন ও মহাসড়কে শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ সময় তারা সাধারণ মানুষকে ফুট ওভার ব্রীজ ব্যবহার করতে উৎসাহী করে তুলছেন। এছাড়াও যে সকল মোটরসাইকেল চালকদের হেলমেট ছিলনা তাদেরকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর এবং আইন মেনে চলার আহ্বান করতে দেখা যায়।
নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনিরুল আলম জানান, যতদিন সরকারি ভাবে ট্রাফিকের ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের সুবিধার্থে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা দায়িত্ব পালন করে যাবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম হানিফ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লা মুন্সী, দপ্তর সম্পাদক সুজন,প্রচার সম্পাদক লিটন বিশ্বাস, কার্য নির্বাহী সদস্য মুক্তার হোসেন, কার্যকরী সদস্য হাবিবুর রহমান মাকসুদুল হোসেন তুষারসহ আরও অনেকে।