নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ঐক্য পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৪, ১২ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ঐক্য পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) পুরান কোর্ট সংলগ্ন সরকারি গণগ্রন্থগার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

কর্মী সম্মেলন উপলক্ষ্যে সকাল ১০টায় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের পালকি কমিউনিটি সেন্টারের সামনে হতে শুরু হয়ে পরে  মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান কোর্ট সংলগ্ন সরকারি গণগ্রন্থগার মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। 

কর্মী সম্মেলনের  আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন ও মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন মহানগর ঐক্য পরিষদের সহ সভাপতি শ্রী আশিষ কুমার দাস, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন জেলা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন অসীম বড়ুয়া। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. তাপস কুমার পাল।   

কর্মী সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ  সম্পাদক এড. রানা দাশগুপ্ত ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ  মহানগর  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ননী গোপাল সাহা,  সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, রুপগঞ্জ উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার,সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, বন্দর উপজেলার সভাপতি হরি সাহা, আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দে, জেলার সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার সহ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত  ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, জেলার নেতা রতন মন্ডল, কিশোর দাস, অর্জুন দাস, গোবিন্দ দাস, মহানগরের সহ সভাপতি বিকাশ সাহা, আগষ্টিন গোলদার, বিপ্লব ঘোষ মনা,  বিশ্বজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, সুমন সাহা, সোনারগাঁ উপজেলার সভাপতি লোকনাথ দত্ত, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজারের সাধারণ সম্পাদক দুলাল রায়, জেলার সহ সাংগঠনিক সম্পাদক মিলন সরকার, কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগরের সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সুত্রধর, সুব্রত সাহা, ১৪ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি পংকজ রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, মহানগরের নেতা জীবন সাহা, গৌতম দত্ত, জয়ন্ত সাহা পিংকু, কৃষ্ণপদ মজুমদার, প্রবাস চন্দ্র সাহা, বিপ্লব বাড়ৈ, কিশোর দাস, অজয় বিশ্বাস রিপন, ১৫ নং সভাপতি ভোলানাথ পোদ্দার, সত্যরঞ্জন দেবনাথ, হিরন দাস, সুনীল দাস, হরিপদ পাল, ১০ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি নিমাই চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, ১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস, বিপুল পোদ্দার, শংকর দে, সুমন ঘোষ,সজল রাজবংশী, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সোনারগাঁ উপজেলার সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র ভৌমিক, সদর উপজেলার সভাপতি সুমন ঘোষ, সাধারণ সম্পাদক অভিজিৎ মন্ডল শান্ত, আড়াইহাজারের সভাপতি সুকান্ত ভৌমিক অটল, মহানগর  যুব ঐক্যের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, জ্যাকি নন্দী, সজীব ঘোষ, প্রণয় সিংহ, অমিত আচার্য্য, গোপাল রায়, রাজিব দাস, কিশোর দাস, রবি দাস, মিলন বিশ্বাস হৃদয়, শংকর চন্দ্র সাহাসহ নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনে প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, লোকনাথ দত্ত, রিচার্ড সৌরভ দেউরী, নিমাই চন্দ্র দে, পিন্টু রায় ও তপন ঘোষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 

সম্পর্কিত বিষয়: