মুসলিম একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) মাসদাইর মুসলিম একাডেমী প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, মাসদাইর মুসলিম একাডেমী একটি ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকার গরীব ছিন্নমূল মানুষের মধ্যে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান যেমন মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল, বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থা, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচীসহ অন্যন্য সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত জনাব এস.এম আরিফ মিহির, সভাপতি, প্রকল্প সমন্বয় পরিষদ নাঃগঞ্জ, জনাব এ.কে এম সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার, শহর সমাজ সেবা কার্যালয় ও সাধারণ সম্পাদক প্রকল্প সমন্বয় পরিষদ নাঃগঞ্জ, ঈদ সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি জনাব খোরশিদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া, সহ-সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভূঁইয়া, সহ-সভাপতি জনাব মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম খান, যুগ্ম নির্বাহী পরিচালক জনাব মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ-নির্বাহী পরিচালক জনাব খসরু নোমান, পরিচালক (অর্থ) হাজী মোহাম্মদ হোসেন শেখ, পরিচালক (দপ্তর ও প্রচার) জনাব মোঃ আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি) জনাব মোঃ মনির হোসেন খান, পরিচালক (ক্রীড়া) জনাব শাহ্ আলম ভূঁইয়া, পরিচালক (সমাজ কল্যাণ) জনাব আলহাজ্ব শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, পরিচালক (পাঠাগার) আলহাজ্ব আবুল কালাম আজাদ, পরিচালক (ধর্ম), ডা. মো. নুরুল হক, পরিচালক জনাব খাজা ইরফান আলী, পরিচালক জনাব রবিউল আলম খান (রব), পরিচালক জনাব নাজমুল কবির নাহিদ, পরিচালক, জনাব মোঃ বজলুর রহমান, আজীবন সদস্য আলহাজ্ব এস.এম শাহিন, আলহাজ্ব আব্দুল হক মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।