নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

৩ বছর পর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের ১৩ সদস্যের কমিটি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩১, ৪ অক্টোবর ২০২৩

৩ বছর পর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের ১৩ সদস্যের কমিটি

অবশেষে দীর্ঘ ৩ বছর পর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুর কাদের জিলানী হিরাকে সভাপতি ও শাহাদাৎ হোসেন রনিকে সাধারণ সম্পাদক করা হয়।

 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর এবং সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আরিফ, সহ-সভাপতি হিসেবে হাসিবুল হাসান আকাশ ও মো. সাজ্জাদ হোসেন (হৃদয়), সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে মো. আহসান হাবিব (তন্ময়), মো. আবির, মো. মাসুম হোসেন, মো. রাকিব হাসান (রিফাত), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রুমেল হোসেন, মো. জাহিদুল ইসলাম জিহাদ এবং মো. হৃদয় ইসলাম রয়েছেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, বুধবার দুপুরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে কমিটি পূর্ণাঙ্গ করে মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ২১ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

সম্পর্কিত বিষয়: