ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চাষাড়া শহীদ মিনারে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে বিশাল সমাবেশ-এর আয়োজন করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেস্বর) দুপুর ১২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, শুক্রবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান সেক্রেটারি জেনারেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নূরুল বশর আজিজী কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, সভাপতিত্ব করবেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ও নগর সহ-সভাপতি যথাক্রমে মাওলানা শফিকুল ইসলাম ও মুহা. নূর হোসেন, মাও. হাবিবুল্লাহ হাবীব, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ মুন্সী, নগর অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্মেলন পর্যন্ত পর্যায়েক্রমে বিভিন্ন মহলে দাওয়াতী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।