নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক আরিফের মায়ের মৃত্যুতে জেএসএস, না’গঞ্জ শাখার শোক 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৭, ২৮ আগস্ট ২০২৩

সাংবাদিক আরিফের মায়ের মৃত্যুতে জেএসএস, না’গঞ্জ শাখার শোক 

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল টেলিগ্রাম নিউজ ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান আরিফের মা আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

সোমবার (২৮ আগস্ট) সকালে এক শোক বার্তায় সংগঠন থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।


রোববার দুপুর আড়াইটায় পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকাস্থ নিজ বাসভবনে (প্রধান বাড়ী) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন আনোয়ারা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


রোববার কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ মাগরিব জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।