নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ২৫ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা 

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৫ মার্চ ভয়াল কাল রাতে নিহতের স্মরণে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্যোগে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়ক প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে ২৫ মার্চ কালরাতে নিহতের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে মোমবাতি প্রজ্বলন করা হয়।


নারায়ণগঞ্জ জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকশনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ  সম্পাদক ভজন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল।

 

প্রধান বক্তা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি ও বন্দর উপজেলার সভাপতি শ্রী হরি সাহা,  মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের সভাপতি  প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ভজন চন্দ্র দাস,সুজন চন্দ্র দাস, অর্থ সম্পাদক পিন্টু রায়,মহানগরের  নেতা নিমাই চন্দ্র চন্দ,ইন্দ্রজিৎ রায়,  ১৫নং ওয়ার্ড সভাপতি সমীর দেবনাথ, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মহানগরের  যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, জিতু দাস প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: