নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪

জনতা ব্যাংক সিবিএ নারায়ণগঞ্জ এরিয়া নতুন কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪৪, ২০ জুন ২০২২

জনতা ব্যাংক সিবিএ নারায়ণগঞ্জ এরিয়া নতুন কমিটি অনুমোদন

মো. মোসলেহ উদ্দিন জীবনকে সভাপতি ও সৈয়দ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট জনতা ব্যাংক গনতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি- ২০৮৩) জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ এরিয়া কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


রোববার (১৯ জুন) দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জনতা ব্যাংক নারায়ণগঞ্জ এরিয়া প্রধান ডিজিএম মো. সাইদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন কপি তার কাছে প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদির। 


এর আগে গত (১৫ জুন) জনতা ব্যাংক গনতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের স্বাক্ষরক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


কমিটির বাকীরা হলেন- কার্যকরী সভাপতি মো. শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, সহ- সভাপতি মো. আকতার হোসেন, শেখ আব্দুল কাদের, মো. এরশাদ খান, মো. মফিজুল ইসলাম, একেএম লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, মো. নিয়ামত আলী, সহ- সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. আমির হোসেন, মো. ফটিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান, অর্থ সম্পাদক মো. মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো. মানিক হোসেন, ক্রীড়া সম্পাদক মো. কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সখিনা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রানু বেগম, সমাজ কল্যাণ সম্পাদক আয়েশা বেগম, শিক্ষা সম্পাদক মাহমুদা বেগম, শ্রম ও আইন সম্পাদক মো. গোলাম মোস্তফা পাটোয়ারী, সদস্য মাহমুদা বেগম, হোসনে আরা বেগম।
 

সম্পর্কিত বিষয়: