
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
সোমবার সকালে (৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার তৃতীয় সন্তান মোহাম্মদ আলী রেজা রিপন। দুই ভাইয়ের মধ্যে রিপন বড়। ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ।
উজ্জল জানান, সেহেরী খেয়ে ঘুমানোর পর ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রিপণ ভাই। সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা নিয়মিত করেন তিনি। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে রিপন ভাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মরহুমের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।