নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫

 সমাজসেবক সফিউল আলম জিল্লু আর নেই না’গঞ্জ সিক গার্মেন্টস এসো: এর শোক

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত:২২:৩১, ৩১ ডিসেম্বর ২০২৪

 সমাজসেবক সফিউল আলম জিল্লু আর নেই  না’গঞ্জ সিক গার্মেন্টস এসো: এর শোক

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ তোলারামের মোড় এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি সফিউল আলম (জিল্লু) আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে (৫৩, বিকে রোড, নারায়ণগঞ্জ) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৪ বছর।

তিনি তোলারাম  মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সফিউদ্দিন আহম্মেদ (শরীফ মুন্সী) সাহেব এর বড় ছেলে। বাদ এশা তোলারামের মোড়ে বায়তুল মামুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায়, মরহুমের আত্মীয়স্বজনসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

এদিকে, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ সিক গার্মেন্টস এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক খন্দকার হারুণ অর রশিদ ও সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: