নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক সোহাগের বাবা আব্দুল বারেক আকন আর নেই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ৩০ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক সোহাগের বাবা আব্দুল বারেক আকন আর নেই

দৈনিক দেশ বর্তমানের নারায়ণগঞ্জ প্রতিনিধি আহসানুল হাবিব সোহাগের বাবা আব্দুল বারেক আকন (৬৭) আর নেই। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি...... রাজিউন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১ ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

রাত ৯টার দিকে নাসিক ৬ নং ওয়ার্ডে সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার বিবিচিনি গ্রামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে আহসানুল হাবিব সোহাগের বাবা আব্দুল বারেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ টাইমস পরিবার এবং মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
 

সম্পর্কিত বিষয়: