সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্রসন্তানসহ স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে শহরের নন্দিপাড়া এলাকায় একটি সামাজিক সংগঠনে ক্যারাম খেলছিলেন সেলিম। হঠাৎ তিনি মাটিতে পড়ে যান এবং বমি করে দেন।
এ অবস্থায় সাথে সাথে তাকে শহরের ভিক্টোরিয়া (নারায়ণগঞ্জ জেনারেল) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে জানান সেলিম ব্রেইন স্ট্রোক করেছে। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখানে সেলিমের শরীরে একটি স্যালাইন দেয়া হয়। তার কিছুক্ষনের পরই সেলিম মারা যান।
এদিকে সেলিমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। তারা খবর পেয়ে রাতেই ছুটে যান সেলিমের নিজ বাড়ী নন্দিপাড়া এলাকায়।
পরে লাশ বহনকারি একটি অ্যাম্বুলেন্সে সেলিমের মরদেহ আসলে কান্নার রোল পড়ে যায় এলাকায়। পরদিন ওই এলাকার নন্দিপাড়া মাহফুজ জামে মসজিদে সেলিমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে তাকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়।