দৈনিক নীর বাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেনের মা মরহুমা কহিনূর বেগমের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুম্মা বন্দর থানার দড়ি সোনাকান্দা তিন গুম্বজ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও শনিবার (২১ ডিসেম্বর) বাদ আছর বন্দর থানার সোনাকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মাদ্রাসা ছাত্রসহ মরহুমার স্বজনরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম।