নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫

সাংবাদিক সুলতানের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪০, ২ অক্টোবর ২০২৪

সাংবাদিক সুলতানের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

 

দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার  মো. সুলতান ( ৩২ ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সাংবাদিক সুলতানের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার রুহুের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভূলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস  দান করুন, আমিন।

উল্লেখ্য, বুধবার (২ অক্টোবর) বেলা ১২ টায় ঢাকার জাতীয়  হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মা, এক বোন, এক ভাই, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের গলাচিপা আউয়াল চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।