নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের ১০ম মৃত্যু বার্ষিকিতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন।
এক শোক বার্তায় সংগঠনের সকল সদস্যরা জানিয়েছেন, প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, ১৯৭৫’এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে অংশ নিয়েছিলেন প্রতিরোধ যুদ্ধেও।
আপাদমস্তক বঙ্গবন্ধু আদর্শে বিশ^াসী এই জনপ্রিয় জননেতা ছিলেন সাধারন গরীব দু:খী মানুষের আশ্রয়স্থল। নির্ভিক এই রাজনৈতিজ্ঞ ছিলেন নারায়ণগঞ্জের গণমাধ্যম কর্মীদের একজন প্রকৃত বন্ধু।
নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্নেও তার অবদান এখনও অনস্বিকার্য। তার অকাল প্রয়ান, তার শূন্যস্থান নারায়ণগঞ্জবাসীর জন্য আজও অপূরনীয়।
সংগঠনের পক্ষ থেকে এই মহান জাতীয় বীরের মৃত্যু বার্ষিকি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ।