নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৬ মার্চ ২০২৫

উজ্জীবিত বাংলাদেশ পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩২, ২৪ মার্চ ২০২৫

উজ্জীবিত বাংলাদেশ পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘দৈনিক উজ্জীবিত বাংলাদেশ’ পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ ও সাংবাদিকদের পদচারণায় এদিন মুখরিত ছিল উজ্জীবিত বাংলাদেশ পত্রিকা কার্যালয়।

সোমবার (২৪ মার্চ) বিকালে উত্তর চাষাঢ়া (চানমারি) এলাকায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সম্পাদক মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে আজাদ-রিফাত ফাইবার্স (প্রাঃ) লিঃ এর পরিচালক তাজুল ইসলাম রাজীব, ফকরুল ইসলাম রাহাত ও মাহমুদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন। বিকেল চারটা থেকেই আমন্ত্রিত অতিথিরা পত্রিকা কার্যালয়ে আসতে শুরু করেন। 

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ফখরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগ্ম সম্পাদক আল আমিন প্রধান, বন্দর প্রেস ক্লাবের সভাপতি মামুন, যায়যায় দিন এর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন আকাশ, সাংবাদিক মনির সুমন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির আইন ও মানবাধিকার সম্পাদক অতিরিক্ত পিপি মোজাম্মেল হক মল্লিক শিপলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহমেদ, সদর থানা শ্রমিক দল নেতা মো: খোকন প্রমূখ। 

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। 
 

সম্পর্কিত বিষয়: