
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বন্দর বাজারস্থ কে কে টাওয়ারের ৩য় তলাস্থ রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি খন্দকার মাহমুদুল হাসান আরমান।
উদ্বোধক হিসেবে ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার শিউলী।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাবেক সাংসদ কমান্ডার সিরাজুল ইসলামের কণ্যা সামিয়া ইসলাম নেভিনা।
দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী,বন্দর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম.সুমন,ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম, ও ২৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হানিফ কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লতিফ রানা,বন্দর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ খান,যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,অর্থ সম্পাদক নূর এ আজাদ,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আমির হোসেন,দৈনিক আজকের নীরবাংলার স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন,নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন,সাংবাদিক মোঃ মনির হোসেন,মোঃ আকরাম হোসেন,মোঃ হাসান,হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন,সোনিয়া আহমেদ,তাহসিন আহমেদ,নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহমুদুল হাসান বলেন, বিএনপিতে কোন অসৎ লোকের ঠাঁই হবে না। আমার মামা তারেক রহমানের কড়াকড়ি নির্দেশ বিগত দিনে যারা আওয়ামী দোসরদের সঙ্গে মিলে মিশে হালুয়া-রুটি খেয়েছে তাদেরকে কোনভাবেই দল গ্রহণ করবে না।
আওয়ামী দোসরদের সঙ্গে যদি কারো একটা ছবিও থাকে তাকেও দল থেকে বাদ দেয়া হবে। সুতরাং সাবধান হয়ে যান। যে যতই নিজেকে আড়াল করতে চান সব তথ্য বেরিয়ে আসবে।