জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ উপলক্ষে নারায়নগঞ্জে নানা কর্মসূচিপালন করা হয়েছে। বৈশাখী টেলিভিশন গতকাল শুক্রবার ১৯ বছর পূর্ণ কওে ২০ বছর শুরু করেছে।
শুক্রবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কেক কাটেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা।
বৈশাখী টেলিভিশনের নারায়নগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, নারায়নগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ মডেল গ্রুপের কর্মকর্তা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসাইন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদমাসুম।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান, সিনিয়র স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমদ, নাহিদ আজাদ, আমির হোসেন স্মিথ, প্রণব কৃষ্ণ রায়, শফিউল আলম সুজন, মো. সাইফুল ইসলাম (সায়েম)।
কেক কাটা ও আলোচনার পূর্বে বিশিষ্টজনদের নিয়ে একটি র্যালি নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
বক্তারা বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন আগামীতে আরো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করবে।
বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি১৯ বছর পূর্ণ করে ২০ বছরেপদার্পণ উপলক্ষে আলোচনা সভায় বিশিষ্টজনরা বলেন, বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করছে। তাই দর্শকদের ভালোবাসা পেয়ে এত দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে।