আন্তর্জাতিক গণমাধ্যমের একজন প্রখ্যাত সাংবাদিক মিনহাজ আমানকে প্রকাশ্যে মারধর করার ঘৃণ্য অপরাধে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত) মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের কার্যনির্বাহী পরিষদ।
শনিবার দুপুরে এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, একজন স্বনামধন্য আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকের উপর এমন নেক্কারজনক হামলায় আমরা সাংবাদিক সমাজ হতবাক।
সাংবাদিক সমাজের প্রতি এমন উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিককে লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্মানহানিকর ও অনিরাপদ। আমরা এই ধরণের ঘটনায় দোষী মোহাম্মদ ইকবাল হোসেনকে অবিলম্বে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জসহ সকল সাংবাদিকগণরাজপথে নেমে কঠোর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় আসিয়ান পরিবহনের একটি বাসে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে বিএনপির ওই নেতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশে ২৫-৩০ জন অনুসারীসহ বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালান।
তখন সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন ইকবাল ও তার অনুসারীরা।