র্দুবৃত্তদের হামলার ঘটনায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতার আনার দাবি জানান তারা।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পরিদর্শনে এসে ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন তারা।
একইসাথে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের খোঁজ নেন বিশিষ্ট এই ব্যবসায়ী। এসময় তিনি বলেন, প্রেসক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিএনপি বাক স্বাধীণতায় বিশ^াসী একটি দল। এই দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে, কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সর্বদা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
ল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। পরে রাতেই হামলার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।