নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, ১৪ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২৩:৩৩, ৩০ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, ১৪ জনের বিরুদ্ধে মামলা

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা মামলাটি দায়ের করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের ৫ম তলার নিউজরুমে ছাত্রদলের সাবেক নেতা, মাসদাইর তালা ফ্যাক্টরীর মাসুদ রানা রনি (৪২)’র নেতৃত্বে কাশীপুর বাঁশমুলি এলাকার রাশেদুল ইসলাম, সৈয়দপুর আল আমিন নগর এলাকার আলী হোসেনের পুত্র হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর, কাইয়ুম, রফিকুল্লাহ রিপন, শহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মশিউর, জাহিদ, মেহেদী, লিমন দেওয়ান, ইমরান, আশিক, কমল সহ অজ্ঞাত আরও ১০/১২ জন দুপুর ১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের ৫ম তলার নিউজরুমে এসে সন্ত্রাসী কায়দায় ভাংচুর চালায় এবং হত্যার উদ্দেশ্যে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদের উপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের হামলা থেকে আবু সাউদ মাসুদকে রক্ষা করার জন্য প্রেস ক্লাবের অন্য সাংবাদিক ও ক্লাব স্টাফরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাঁদের উপরও চড়াও হয়ে এলোপাথাড়িভাবে মারধর করে। এতে আবু সাউদ মাসুদসহ সাংবাদিক ও ক্লাব স্টাফসহ পাঁচজন গুরুতর আহত হয়। 


মামলায় আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দুপুর ১২টায় একটি টেলিফোনে খবর পায় একদল লোক চাষাড়া শহীদ মিনারে জড়ো হচ্ছে। তারা প্রেস ক্লাব দখলের জন্য সংঘবদ্ধ হচ্ছে। বিষয়টি তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়। তাঁরা আশ^াস দেন এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এরমধ্যে দুপুর ১টায় রনির নেতৃত্বে হামলা চালায়। হামলার পরপর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ এক দল ফোর্স নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এসে রনিকে আটক করে।
 

সম্পর্কিত বিষয়: