নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, আহত ৫, আটক ১

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:১৮:২৩, ২৯ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, আহত ৫, আটক ১

ঐতিহ্যবাহী নারায়নগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ সহ অন্তত ৫ জন সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার আগে সকাল থেকে শহরের চাষাড়া শহীদ মিনারে রনির নেতৃত্বে জড়ো হয় তারা।


নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুুপুর একটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাঁধা প্রদান করলে সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ’র সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু।

তিনি বলেন,  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫৮ বছরে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা  আর ঘটেনি। 


এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফতুল্লা প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

 

সম্পর্কিত বিষয়: