নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বিভিন্ন গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জ্ঞাপন করেন।
বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ- সাধারণ সম্পাদক জি.এম. সুমন এক বিবৃতিতে জানান, বিল্লাল হোসেন রবিন একজন স্বচ্ছ ও পেশাদার সাংবাদিক। তিনি দীর্ঘ দিন ধরে দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছে।
রাজনৈতিক মহলের স্বার্থ হাসিল ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধ কর্মকান্ডের সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতে কতিপয় রাজনৈতিক নেতার নির্দেশে বিল্লাল হোসেন রবিনকে ওই হত্যা মামলায় জড়ানো হয়। যা খুব দু:খ জনক। আমরা অনতিবিলম্ব সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাছ ব্যবসায়ী মিলন হত্যাকান্ডের ঘটনায় গত রোববার ( ১৮ আগস্ট) রাতে নিহতের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ্য করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।