নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সাংবাদিক রবিনকে মামলায় জড়ানোর প্রতিবাদে এনইউজে’র নিন্দা ও ক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:৩৩, ২০ আগস্ট ২০২৪

সাংবাদিক রবিনকে মামলায় জড়ানোর প্রতিবাদে এনইউজে’র নিন্দা ও ক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

 

ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক বিবৃতিতে সাংবাদিক বিল্লাল হোসেন রবিনকে জড়িয়ে যে মিথ্যা মামলা করা হয়েছে এটি একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিকের জন্য সম্মানহানিকর। উল্লেখ্য,  বিল্লাল হোসেন রবিন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানী করার জন্য জড়িয়েছেন। অবিলম্বে এই মামলা থেকে নিজ দায়িত্বে তার নাম প্রত্যাহার করানোর জন্য জোর দাবী জানাচ্ছি।