নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য দিলীপ কুমার মন্ডলকে নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের কার্যনির্বাহী পরিষদ।
আজ এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দিলীপ কুমার মন্ডল নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য সাংবাদিক এবং তিনি টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর এবং দৈনিক কালের কন্ঠের নারায়ণগঞ্জ জেলাপ্রতিনিধি হিসেবে কর্মরত।
গত শনিবার (১০ আগষ্ট) বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় যে ভিডিও প্রকাশ করে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেই ভিডিও পর্যালোচনা করে দেখা যায় যে, ওই ভিডিওতে দেখানো ব্যক্তি সাংবাদিক দিলীপ কুমার মন্ডল নন।
আমরা এ ধরনের হয়রানী ও বিভ্রান্তিমূলক প্রকাশিত ভিডিও অবিলম্বে প্রত্যাহার করাসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট ভিডিও ও সংবাদ প্রকাশের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানোসহ ভবিষ্যতে যে কোনো সংবাদ প্রকাশে সকল অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়াকে সতর্ক থাকার জন্য বিণীত অনুরোধ জানানো হলো।