ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া।
প্রতি বছর মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, উচ্ছ্বাস আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী পেশার মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এ দিন ধনী-গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ টাইমস এর পাঠক, লেখক, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, কলাকূশলী, শুভানুধ্যায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবার ঈদ সুন্দর হোক, আনন্দময় হোক, নিরাপদ হোক।
পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক এই প্রত্যাশা।
সম্পাদক
নারায়ণগঞ্জ টাইমস