বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে মাদরাসার এতিম ও সামর্থ্যহীন শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির কাপড় তুলে দেওয়া হয়েছে।
১৬ মার্চ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ শহরের অক্টোফিস এলাকার ‘‘মাদরাসায়ে ওমর রাদি আল্লাহু’’ মাদরাসার মোহতামিম আবু সাঈদ’র নিকট এ পাঞ্জাবির কাপড় তুলে দেওয়া হয়। পরে ইস্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের কর্ণধার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তাদের পরিবারসহ বাংলাদেশ প্রতিদিনের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, সাংবাদিক ডালিম চৌধুরী, সাংবাদিক মোঃ কামরুল হাসানসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।