নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

বাস্তবতা 

গাজী খায়রুজ্জামান:

প্রকাশিত:১৭:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাস্তবতা 

বাস্তবতা

তাত্ত্বিক -
স‌ন্নিক‌টে অবস্থান; সম্প‌র্কের দৃঢ় ভিত্তি
ভদ্রতা আর বিনয়ী; সুসম্প‌র্কের ট‌নিক
যোগা‌যোগ আর কেয়ার; সুসম্প‌র্কের আয়ু।

আর বাস্তবে যা ঘটে-
স‌ন্নিক‌টে অবস্থান; অব‌হেলার পাত্র হওয়া 
ভদ্রতা আর বিনয়ী; সুম্প‌র্কের ব‌্যা‌ধি- দুর্বল ভাবা,
যোগা‌যোগ আর কেয়ার; সুম্প‌র্কের ক‌্যান্সার- যেন এক মরণব‌্যা‌ধি।

ফলাফল-
স‌ন্নিক‌টের গুরুত্ব হা‌রি‌য়ে ফেল‌লে বু‌ঝে আসে তার সুফল-কুফল,
ভদ্রতা আর বিনয়ী কতটা ছিল দামী; বু‌ঝে তখন, দূরত্ব হয় যখন।
যোগা‌যোগ আর কেয়ার কত উপকারী; বিপ‌দে প‌ড়ি‌লে আর পা‌বে না তাহা‌রে, তখন বু‌ঝি‌বে কি ভুল ক‌রে‌ছিল জীব‌নে।

করণীয়-
অব‌হেলার পাত্র হওয়ার আ‌গে, দূরত্ব তৈ‌রি ক‌রে গুরুত্ব বুঝা‌নো,
ভদ্রতা আর বিনয়ী, যোগা‌যোগ আর কেয়ার‌'কে দুর্বল ভাবার আ‌গে যোগ‌্যতার চে‌য়ে বে‌শি গুরুত্ব না দেওয়া।

সারকথা-
সময় পার হ‌লে, দূরত্ব তৈ‌রি হ‌লে, সব হা‌রি‌য়ে গুরুত্ব বুঝে লাভ নেই।
 

সম্পর্কিত বিষয়: