![বাজারে এলো অন্যকাল’র মাতৃভাষা দিবস সংখ্যা বাজারে এলো অন্যকাল’র মাতৃভাষা দিবস সংখ্যা](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/অণ্যকাল-2502092004.jpg)
বাজারে এসেছে অন্যকাল-এর মাতৃভাষা দিবস সংখ্যা। সাহিত্য প্রকাশনা হিসেবে এটি উদ্বোধন সংখ্যা হলেও আগামীতে নিয়মিত হচ্ছে প্রকাশনাটি। এর মধ্য দিয়ে কয়েক বছর বিরতি দিয়ে আবারও সাহিত্য প্রকাশনার সম্পাদনায় ফিরেছেন মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
চার রঙের সুদৃশ্য প্রচ্ছদের এ সংখ্যায় লিখেছেন দেশের বরণ্যে কবি-সাহিত্যিকরা। প্রবন্ধ, নিবন্ধ, গল্প ও কবিতাসহ ব্যতিক্রমী বেশ কিছু লেখা স্থান পেয়েছে সংকলনটিতে।
সংকলনে প্রবন্ধ লিখেছেন রফিউর রাব্বি, দীপঙ্কর দে, শাফিয়া চৌধুরী ও শফিক হাসান। কবিতা ও ছড়া লিখেছেন কবি নুরুল হুদা, শহীদুজ্জামান ফিরোজ, জাফরুল আহসান, ইউসুফ আলী এটম, গোলাম কিবরিয়া পিনু, সাব্বির রেজা, মাহমুদ কামাল, পুলক হাসান, জাকির জাফরান, রহমান মুজিব ও জগলুল হায়দার, রণজিৎ মোদক, হাবিব সিদ্দিকী, দেলোয়ার হোসাইন, হানিফ রুবেল, শারদুল সজল, আফজাল হোসেন পন্টি, নজরুল ইসলাম শান্তু, মোখলেছুর রহমান তোতা, কাজী আনিসুল হক হীরা, সাদ্দাম মোহাম্মদসহ অনেকেই।
সংকলনটিতে ব্যতিক্রমী ‘পাখিভ্রমণ’ লিখেছেন পর্যটন বিষয়ক লেখক গাজী মুনছুর আজিজ, অনুবাদ গল্প লিখেছেন রাকিবুল রকি। সংকলনে আরও রয়েছে গল্প, স্মরণ, মুক্তকলাম ও সোনারগাঁয়ের দারুশিল্পের উপর চমৎকার প্রতিবেদনও।
সংকলনটি অমর একুশে বইমেলার লিটল ম্যাগ চত্ত্বরে পাওয়া যাচ্ছে। এছাড়াও নারায়ণগঞ্জের সমবায় নিউ মার্কেটের চতুর্থ তলায় মৈত্রী ও পঞ্চমতলায় জেএননিউজটুয়েন্টিফোর কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
সংকলন প্রসঙ্গে মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, সৃষ্টিশীলতার চর্চা এক ধরণের সাধনা। ভাবুক ও সাধকদের কাছেও আমরা সংকলনটিতে নিয়ে যেতে চাই। কারণ মোটা দাগে সব মানুষই ভাবুক ও সাধক। সাহিত্যচর্চায় নিবেদিতরা এক ধরণের ত্যাগের সংগ্রামে ব্রতী।
তিনি আরও বলেন, মাতৃভাষা দিবসে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। এই অনুপ্রেরণা আমাদের স্বাধীনতা দিবস সংখ্যায় এগিয়ে যেতে সহায়তা করবে। মাতৃভাষা দিবসে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তা আগামী সংখ্যায় কমিয়ে আনার চেষ্টা করবো।