নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪

জনস্রোতের মহাপ্লাবন 

গাজী খায়রুজ্জামান 

প্রকাশিত:২২:১১, ১৪ অক্টোবর ২০২৪

জনস্রোতের মহাপ্লাবন 

জনস্রোতের মহাপ্লাবন 

গাজী খায়রুজ্জামান 

পানির জোয়ারকে বাধা দিলে; প্লাবিত হয় সমতল...
আর অত্যাচারীর অবিচার বেড়ে গেলে;
ভেঙে যায় ধৈর্যের বাঁধ, ফুসে উঠে জনগন;
গড়ে তুলে জনস্রোতের মহাপ্লাবন 
ভেসে যায় অত্যাচারীর গদি আর শাসন -শোষণ।

জনগন পানির মতন; জোয়ারে ভাসায়, ভাটায় নামায় রাজার সিংহাসন।

জনগণের একতা- ঐক্য-
সৃষ্টি করে মহাপ্রলয়কারী জলোচ্ছ্বাস প্লাবন;
ধুঁয়ে-মুছে নিঃশেষ করে দেয় অবিচার-অত্যাচার,
শূন্য করে দেয় স্বৈরাচারী রাজার সিংহাসন।

ইতিহাস সাক্ষী- এমন ঘটনা ঘটেছে বহু 
তবুও কেন হয় এসব ঘটনার পুনরাবৃত্তি?
কারণ একটাই-
মানুষ পড়ে, জানে-শুনে কিন্তু করে না ধারণ জ্ঞানে।

মানুষ যখন হয়ে ওঠে অহংকারী, অত্যাচারী, স্বৈরাচারী,
যখন শুরু করে অবিচার-অত্যাচার, জেল-জুলুম, হত্যা আর গুমের মহা উৎসব;
তখন তাদের জ্ঞান শূন্য হয়ে পড়ে, ভুলে যায় ইতিহাসের শিক্ষা।
জেনে রাখুন, মানুষ ইতিহাস ভুলে গেলও , ইতিহাস মানুষকে মনে রাখে;
স্মরণ করিয়ে দেয় বার বার মহাপ্লাবণের কথা ; জনস্রোতের মহাপ্লাবন।
 

 

 

সম্পর্কিত বিষয়: