বন্ধু তুমি
গাজী খায়রুজ্জামান
বন্ধু তুমি-
প্রবাহমান নদী;
সকল যন্ত্রণা ভাসিয়ে দাও স্রোতে।
বন্ধু তুমি-
মুক্ত বিহঙ্গ-জীবন এনে দাও মহাকাশে;
ডানা ঝাপটে উড়ার স্বপ্ন যোগাও দৃঢ়ভাবে।
বন্ধু তুমি-
দক্ষ মাঝি;
স্রোতের প্রতিকূলে বৈঠা ধরো, যথা সময়ে ঘাটে পৌঁছাতে।
বন্ধু তুমি-
যুদ্ধের ঢাল, ভাঙ্গো পরাধীনতার ছিকল;
নতুন সূর্যোদয় দেখাও, শক্তি যোগাও দেহ-প্রাণে।
বন্ধু তুমি-
চোখের য্যুতি;
তাই নয়ন ভরে পৃথিবী দেখি,
দেখি পৃথিবীর কত রঙ!!