নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

কঠোর লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জে ৯৫ মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:৩৩, ২৪ জুলাই ২০২১

কঠোর লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জে ৯৫ মামলা

করোনাভাইরাসের সংক্রামন রোধে ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথমদিনে জেলা প্রশাসনের ২৩টি মোবাইল কোর্ট ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে।

শুক্রবার (২৩ জুলাই) শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯৫টি মামলায় ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেছেন ।


জরিমানা আদায় করার পাশাপাশি তারা যেন বিধি নিষেধ অমান্য না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এসময় সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়।   

প্রসঙ্গত: শুক্রবার ভোর ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে নারায়ণগঞ্জসহ সারাদেশে। বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর মাঠে রয়েছে।

সম্পর্কিত বিষয়: