করোনাভাইরাসের সংক্রামন রোধে ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথমদিনে জেলা প্রশাসনের ২৩টি মোবাইল কোর্ট ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে।
শুক্রবার (২৩ জুলাই) শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯৫টি মামলায় ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেছেন ।
জরিমানা আদায় করার পাশাপাশি তারা যেন বিধি নিষেধ অমান্য না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এসময় সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়।
প্রসঙ্গত: শুক্রবার ভোর ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে নারায়ণগঞ্জসহ সারাদেশে। বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর মাঠে রয়েছে।