
ফতুল্লা থানার দায়ের করা হত্যা মামলায় মাসুম (৪২) নামে একজন যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আ. আহাদের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানার দায়ের করা মুরাদ নামে এক কিশোর হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলো। হত্যাকান্ডের শিকার মুরাদ তল্লা মাদবরবারী এলাকার পনির হোসেনের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামিসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।