
বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে। জেলা সেলে রয়েছেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান ও এড. আছমা হোসেন বিথি এবং মহানগর সেলে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ন কবির ও এড. সামসুন নূর বাঁধন।
জানাগেছে, নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা এই সেল গঠন করেছে বিএনপি। দেশের ৮৪টি সাংগঠনিক জেলা ভিত্তিক এই সহায়তা সেল গঠন করা হয়েছে।
সেই মোতাবেক নারায়ণগঞ্জে জেলা ও মহানগর এলাকার জন্য পৃথক দুটি নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে।
আর এই সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান সেলের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ও মহানগর জুড়ে পৃথক পৃথক ভাবে দুটি নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠন করা হয়েছে।
যেসকল নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা ঘটতেছে সেই সকল ভোক্তভোগী সকলের উদ্দেশ্য আমার অনুরোধ রইলো আমাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার, হোয়াটসআপ, ম্যাসেঞ্জার সকল কিছু উন্মুক রয়েছে, সকল ঘটনার তথ্য আমাদের জানাবেন। আমাদের তথ্য গুলো জানালে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো।
সকল নাগরিকদের প্রতিও বিএনপির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে আপনারা যেখানেই নারী ও শিশু নির্যাতনের তথ্য পাবেন আমাদের জানাবেন আমরা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবো।