রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে জেলা ডিবি পুলিশ। উভয়পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়।
ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য এর আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।