নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে হত্যা চেষ্টা মামলায় নরসিংদীর সাবেক এমপি ডলার সিরাজ রিমান্ডে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৯, ১২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে হত্যা চেষ্টা মামলায় নরসিংদীর সাবেক  এমপি ডলার সিরাজ রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাম্মদ আলী নামের এক যুবককে হত্যা চেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাম্মদ আলী নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সিরাজুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


সেই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। তিনি এই মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি। আশা করি, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।’

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় উল্লিখিত আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন।
এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী গত ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা করেন।

এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।


তবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। 

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম পিপলস ইউনিভার্সিটি নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তখন শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন।
সেনাবাহিনী সিরাজুল ইসলামকে ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক মামলা থাকায় পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

সম্পর্কিত বিষয়: