নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫

ফতুল্লার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৬, ২৮ অক্টোবর ২০২৪

ফতুল্লার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

ফতুল্লা থানার মাদক মামলায় মো. নয়ন (৪৭) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।  দন্ডপ্রাপ্ত মো. নয়ন ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মো. ছালামের ছেলে। 
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর কাইউম বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন।