নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে ত্বকী হত্যায় গ্রেপ্তার অপর ২ আসামির আরও ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন- সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রশিদ জানান, ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার অপর ২ আসামি সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।